সেঞ্চুরিয়ান কনওয়েকে ফেরালেন মুমিনুল
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরির রূপ দিয়েছিলেন ডেভন কনওয়ে। বাংলাদেশের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে শতক হাঁকিয়ে দ্বিশতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওয়ানডাউনে নামা কনওয়ে সেটা আর করে দেখাতে পারলেন না। সেঞ্চুরিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। তার আগে উইল ইয়াং ফিফটি হাঁকিয়েই ফিরেন যান। তবে বেশি দূর যেতে পারেননি। ৫২ রানেই রান আউটের শিকার হয়েছেন এ কিউই ওপেনার। তবে অসাধারণ দক্ষতায় ব্যাটিং লড়াইটা চালিয়ে ডেভন কনওয়ে ছুঁয়ে ফেলেছেন জাদুকরী তিন অঙ্ক।
ব্যক্তিগত ১২২ রানে কনওয়েকে লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে ফিরিয়ে দিয়েছেন পার্ট-টাইম বোলার মুমিনুল হক। ২২৭ বলে ১৬ বাউন্ডারি ও এক ছক্কায় চমৎকার এই ক্রিকেটীয় ইনিংস খেলেন এ ব্ল্যাক ক্যাপস ব্যাটসম্যান। মাঝে-মধ্যে টেস্টে বোলিং করেন ক্যাপ্টেন মুমিনুল। ভয়ঙ্কর হয়ে উঠা নিউজিল্যান্ডের ব্যাটার কনওয়েকে এবার ফিরিয়ে দিয়ে দলকে করলেন উজ্জীবিত মুমিনুল। লাল-বলের ক্রিকেটে তার উইকেট দাঁড়াল এখন পাঁচে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৩ রান। ২৯* রান নিয়ে এখন ব্যাটিং করে চলেছেন হেনরি নিকোলস। তাকে সঙ্গ দিয়ে চলেছেন টম ব্লান্ডেল।
বিদায়ী টেস্ট সিরিজ রস টেলরের। ভালো ব্যাটিং পারফরম্যান্স উপহার দেওয়াই ছিল তার লক্ষ্য। কিন্তু টাইগার কোচ রাসেল ডমিঙ্গো হুমকি দিয়ে রেখেছেন ম্যাচ শুরুর আগেই। ভালো খেলতে দেবেন না এ কিউই তারকা ব্যাটসম্যানকে। যে কথা সেই কাজ। গুরুর কথা রেখেছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। ব্যক্তিগত ৩১ রানেই ফিরিয়ে দেন টেলরকে। তার বলে সাদমান ইসলামের তালুবন্দি হন তারকা এ ক্রিকেটার। এনিয়ে দুটি উইকেট পেলেন শরিফুল।
টাইগারদের বোলিংয়ের শুরুটা হয়ে ছিল দুর্দান্ত। দলীয় এক রানে কিউই ব্যাটিং লাইন আপে আঘাত হানেন তরুণ পেসার শরিফুল ইসলাম। ব্যক্তিগত এক রানে ফিরিয়ে দেন টম লাথামকে। ১৪ বল খরচ করে শরিফুলের বলে উইকেটের পিছনে লিটন দাসের গ্লাভসবন্দি হন এ কিউই ওপেনার।
তার আগে মাউন্ট মাউঙ্গানুইয়ে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের। টস জিতে আর দেরি করেননি। শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।