ডেভন কনওয়ের সেঞ্চুরি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেভন কনওয়ে

ডেভন কনওয়ে

উইল ইয়াং ফিফটি হাঁকিয়েই ফিরেছেন সাজঘরে। তবে অসাধারণ দক্ষতায় ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন ডেভন কনওয়ে। ছুঁয়ে ফেলেছেন জাদুকরী তিন অঙ্ক। তার সংগ্রহ এখন ১০০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের দলীয় স্কোর এখন ২ উইকেটে ১৮৮ রান। চমৎকার এক ফিফটি হাঁকান উইল ইয়াং। তবে বেশি দূর যেতে পারেননি। ৫২ রানেই রান আউটের শিকার হয়েছেন এ কিউই ওপেনার। 

বিজ্ঞাপন

টাইগারদের বোলিংয়ের শুরুটা হয়ে ছিল দুর্দান্ত। দলীয় এক রানে কিউই ব্যাটিং লাইন আপে আঘাত হানেন তরুণ পেসার শরিফুল ইসলাম। ব্যক্তিগত এক রানে ফিরিয়ে দেন টম লাথামকে। ১৪ বল খরচ করে শরিফুলের বলে উইকেটের পিছনে লিটন দাসের গ্লাভসবন্দি হন এ কিউই ওপেনার।

মাউন্ট মাউঙ্গানুইয়ে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার ক্যাপ্টেন মুমিনুল হকের। টস জিতে আর দেরি করেননি। শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন ।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।