নিউজিল্যান্ডে টাইগারদের দুর্ভাগ্য মোচনের মিশন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে গড়াচ্ছে আজ শনিবার ১ জানুয়ারি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু প্রথম টেস্ট। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
নববর্ষে মুমিনুল হকদের সামনে আনন্দ উল্লাসে মেতে উঠার সুযোগ নেই বললেই চলে। কেননা রাত পোহালে ভোরে যে শুরু লাল বলের লড়াই। সাদা জার্সিতে লাল-সবুজের প্রতিনিধিদের অগ্নি পরীক্ষা নিতে প্রস্তুত হয়ে আছে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।
টাইগারদের নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যতবারই কিউইদের দেশে পাড়ি জমিয়েছেন দেশের ক্রিকেটাররা, ততবারই খালি হাতে ফিরেছেন। ক্রিকেটের তিন সংস্করণে ৩২ ম্যাচ খেললেও নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেছে। সবগুলো ম্যাচই জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপস শিবির। আর ৯বারের লাল-বলের লড়াইয়ে মুমিনুল হকরা রীতিমতো নাস্তানাবুদ হয়ে ফিরেছেন।
এবার জয় খরা কাটিয়ে উঠার পালা। ইতিহাসটা নতুন করে লেখার মিশন। দুর্ভাগ্য ঝেটিয়ে বিদায় করার এখনই সময়। নতুন সেই চ্যালেঞ্জ সামনে রেখে সেই বাজে স্মৃতি রোন্থন করতে চাইছেন না ক্যাপ্টেন মুমিনুল হক। মাঠের লড়াই শুরুর আগে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আগের রেকর্ড অতীত হয়ে গেছে, এটা নিয়ে ঘাটাঘাটি করে কোনো লাভ হবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা-ভাবনা ভালো। সবসময় আশাব্যঞ্জক ও ইতিবাচক চিন্তা করা উচিত।’
পুরনো বছরকে ভুলে নতুন বছরকে ঘিরে নতুন আশার আলো দেখছেন মুমিনুল হক। এজন্য শুরুটা ভালো করতে চান, যাতে বাকি সময়টাও ভালো কাটে। নতুন করে শুরু করতে চান টাইগাররা। নতুন বছর নিয়ে রোমাঞ্চিত টাইগারদের টেস্ট অধিনায়ক বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায় এটা নিয়ে চিন্তা-ভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়।’
নিউজিল্যান্ডের মাটিতে একটি জয় অবশ্য ধরা দিয়েছিল বাংলাদেশের হাতে। তবে জয়টা এসেছিল স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচই হেরেছে লাল-সবুজের জার্সিধারীরা। নিউজিল্যান্ডের মাটিতে দেশের বেশ কয়েক ক্রিকেটারের দুরন্ত পারফরম্যান্স রয়েছে। মুমিনুলের মতে, এখন এক-দুজন ভালো খেললে হবে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্বার পারফরম্যান্সে গর্জে উঠতে হবে টিম হিসেবে। তবেই নিউজিল্যান্ডে ভাঙবে ডেডলক।
গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সটা ঈর্ষণীয়। তবে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে লক্ষ্যটা পূরণ হচ্ছে না কিছুতেই। ২০২১ সালে ৭ টেস্ট খেলে দেশের ছেলেরা হার মেনেছে পাঁচটিতেই। জয় ধরা দিয়েছে মাত্র এক ম্যাচে। সে আবার জিম্বাবুয়ে সফরে। ২০২২ সালে কি পুরনো চিত্রনাট্য পাল্টে যাবে? আমূল পরিবর্তন নয় অধিনায়কের ভাবনা ছোট ছোট পরিকল্পনা করে লক্ষ্যে পৌঁছানো।
২০২২ সাল এখন মাথায় নেই। মুমিনুলের ভাবনায় কেবল নিউজিল্যান্ড সিরিজ। ভুল থেকে শিক্ষা নিয়ে কঠিন কন্ডিশনে শত্রুকে মোকাবেলার করার কৌশল নিয়েই ব্যস্ত দেশের ক্রিকেটাররা, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো। বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে চাই। ভুলগুলো থেকে বের হয়ে ভালো খেলতে চাই।’
সাকিব আল হাসান ছুটি নিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বিশ্বসেরা এ অলরাউন্ডারের কিউই সিরিজে না খেলাটা দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে বিদায়ী টেস্ট সিরিজ খেলবেন রস টেলর। বর্ষীয়ান এ কিউই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে ভালো খেলতে দিতে চায় না টাইগাররা। এ নিয়ে কোচ ডমিঙ্গো বলেন, ‘গত ১০-১২ বছর ধরেই ধারাবাহিকভাবে রস টেলর ভালো খেলছে। আমরা চাইব সিরিজটি যেন ভালো না যায় তার জন্য। সে অবশ্য ভালোভাবে শেষ করতে মুখিয়ে থাকবে। প্রত্যেক ভালো ক্রিকেটারই এটা চায়।’
তিন পেসার নিয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। একাদশ সাজানো নিয়ে ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়ত ৩ পেসারের ওপর ভরসা রাখব। উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে।’