কিউই পেসারদের চ্যালেঞ্জ মোকাবেলায় সমর্থ টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্যাপ্টেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম

ক্যাপ্টেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম

ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দেন অ্যাজাজ প্যাটেল। ঘূর্ণি জাদুতে এক ইনিংসে একাই শিকার করেন দশ উইকেট। কিন্তু তারপরও বাংলাদেশ সিরিজে জায়গা হয়নি তার। স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন রাচিন রবীন্দ্র।

নিউজিল্যান্ডের পেস আক্রমণে রয়েছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, টিম সাউদি, কাইল জেমিসন ও নেইল ওয়াগনাররা। টাইগারদের আগুনে পেস আর বাউন্সে নাকাল করতেই এই পরিকল্পনা করেছে ব্ল্যাক ক্যাপস শিবির। স্বাগতিক পেসারদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বাংলাদেশ কি প্রস্তুত?

বিজ্ঞাপন

মাউন্ট মাউঙ্গানুইয়ে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামার আগে আজ শুক্রবার, ৩১ ডিসেম্বর সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক জানিয়ে দিলেন, সাউদি-বোল্টদের পেস আক্রমণের চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য রয়েছে টাইগারদের, ‘ওদের পেস বোলিংই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ নেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে।’

শুধু নিউজিল্যান্ডই পেসারনির্ভর দল গড়েনি। অতিথি বাংলাদেশও দলে রেখেছে ছয়জন পেসার। তারকা পেসার তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেনের সঙ্গে রয়েছেন তিন তরুণ তুর্কী খালেদ আহমেদ, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। নিউজিল্যান্ডের পেসবান্ধব সুবজ উইকেটে দেশের পেসারদের ভালো পারফরম্যান্স উপভোগের প্রত্যাশায় রয়েছেন মুমিনুল, ‘তাসকিন বিগত সব টেস্টে খুব ভালো বল করেছে। এবাদতও গত দুই টেস্টে খুব ভালো বল করেছে। রাহীও ভালো অবস্থায় আছে। শরিফুল আছে, খালেদ ও শহিদুল আছে। গত এক-দেড় বছরে আমরা বেশ উন্নতি করেছি। তাদের দেখার জন্য আমার আরও রোমাঞ্চ কাজ করছে এই সিরিজে। ওদের নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি ভালো কিছু দেখতে পারবেন পেস বোলারদের কাছ থেকে।’

বিজ্ঞাপন

আগেবার নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয়টি ম্যাচ খেললেও জয় ধরা দেয়নি একটিতেও। প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে টাইগার দৃষ্টিকটু ফিল্ডিং। আর ক্যাচ মিস করে তো হাত ছোঁয়া দূরে থেকেও জয় থেকে বঞ্চিত হয়েছে সফরকারীরা। এই বাজে পারফরম্যান্সের খোলস থেকে বেরিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে ফিল্ডিং আর ক্যাচ মিস নিয়ে মুমিনুল বলেন, ‘নিউজিল্যান্ডে বাতাস চারপাশে ঘুরাঘুরি করে। মানিয়ে নেওয়া খুব জরুরি ফিল্ডিংয়ের সময়। আমাদের যে ফিল্ডিং কোচ ছিলেন, উনি টেকনিক্যাল-ট্যাকটিক্যালি অনেক বেশি কাজ করেছেন। আমরা আশাবাদী। পেশাদার দল হিসেবে এগুলো বলা উচিৎ না, সবসময় কাজ করা উচিৎ। টেস্টে এটা নিয়মিত হচ্ছে। আমরা প্রক্রিয়া নিয়ে আগাতে পারি, ফলাফল হয়ত পরে দেখা যাবে। এই প্রক্রিয়া অনুসরণের পরও হয়ত ক্যাচ মিস হতে পারে। আমরা প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাচ্ছি, অনুশীলন করছি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে গড়াচ্ছে আগামীকাল শনিবার ১ জানুয়ারি। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু প্রথম টেস্ট। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।