শামির পাঁচ উইকেট, লড়াইয়ে এগিয়ে ভারত
মোহাম্মদ শামি দুরন্ত বোলিং করলেন। একাই ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ দিয়েছেন ধসিয়ে। তাতেই স্বাগতিক প্রোটিয়ারা ১৯৭ রানে গুটিয়ে গেছে প্রথম ইনিংসে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ফিফটি করেন টেম্বা বাভুমা। ১০৩ বলে ১০ বাউন্ডারিতে ৫২ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। কুইন্টন ডি ককের ব্যাট থেকে আসে ৩৪ রান। কাগিসো রাবাদা দলীয় স্কোরে যোগ করেন ২৫ রান।
সেঞ্চুরিয়নে ৪৪ রান খরচ করে শামি নেন পাঁচ উইকেট। এতেই ৫৫ টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। ভারতীয় এ পেসার দারুণ এই কীর্তি গড়ে প্রয়াত বাবাকে স্মরণ করেন শ্রদ্ধা আর ভালোবাসায়। দুটি করে উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ ও শার্দুল ঠাকুর।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ভারত এক উইকেট হারিয়ে তুলেছে ১৬ রান। সুবাদে সফরকারী ভারত ১৪৬ রানের লিড নিয়েছে। সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছেন সফরকারীরা।
তার আগে লোকেশ রাহুলের সেঞ্চুরি (১২৩) ও ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের ফিফটিতে (৬০) প্রথম ইনিংসে ৩২৭ রানের পুঁজি গড়েছে ভারত। আজিঙ্কা রাহানে ৪৮ ও ক্যাপ্টেন বিরাট কোহলি ৩৫ রান যোগ করেন দলীয় স্কোরে।
লুঙ্গি এনগিডি ৭১ রান দিয়ে শিকার করেন ৬ উইকেট। সঙ্গে তিনটি উইকেট নেন কাগিসো রাবাদা।