ছয়শ’র অধিক ক্রিকেটার নিয়ে সোমবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপিএল প্লেয়ার্স ড্রাফট

বিপিএল প্লেয়ার্স ড্রাফট

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে আগামীকাল সোমবার, ২৭ ডিসেম্বর। রাজধানীর একটি হোটেলে দুপুর ১২টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট। এখান থেকে ক্রিকেটার নিয়ে দল সাজাবে আসরে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট নিয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এই ইভেন্টের যে খেলোয়াড় ড্রাফট সেটি আগামীকাল ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় শুরু হবে। এভাবে আমাদের পরিকল্পনা আছে। ৪০০ এর ওপর আন্তর্জাতিক ক্রিকেটার, বিভিন্ন দেশের খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছেন। এবার আমরা যেটা করেছিলাম, অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে, এবার তারা তাদের এজেন্ট বা সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।’

বিজ্ঞাপন

চারশ’র অধিক বিদেশি ক্রিকেটারকে থেকে ড্রাফটের মাধ্যমে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় টানতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটে দেশি ক্রিকেটার থাকছে ২১০ জন। এখান থেকে দলগুলো স্থানীয় ক্রিকেটার নিতে পারবে ১০ থেকে ১৪ জন। তার আগে ক্রিকেটার্স ড্রাফটের আগে দলগুলো এক জন স্থানীয় ও তিন জন করে বিদেশি ক্রিকেটার দলে টানতে পারবে।

বিদেশি ক্রিকেটারদের তালিকায় এবার নেই তারকাদের নাম। এ জন্য নিজেদের সীমাবদ্ধতা স্বীকার করে নিলেন সুজন, ‘বর্তমান প্রেক্ষাপটে সময়টা বের করাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যেটা হয়েছে এফটিপি যেটা বলি সে অনুযায়ী আমাদের স্লটটা খুব লিমিটেড। আমাদের মধ্যে কোনো অপশন ছিল না। এগুলোকে এডজাস্ট করতে হয়েছে। কিছু লিমিটেশন তো থাকবেই। তবুও চেষ্টা করবো যে যতটুকু এট্রাকক্টিভ করা যায় ইভেন্টটাকে।’

বিজ্ঞাপন

ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো কোন কোন ক্রিকেটারকে দলে নিয়েছে সে সম্পর্কে এখনই মন্তব্য করেননি সুজন। কেননা দলগুলো এখনো ক্রিকেটারদের দলে টানতে কাজ করে যাচ্ছে। যে কারণে এ সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারেননি। এ জন্য সময় লাগবে। সুজন বলেন, ‘এই মুহূর্তে আমি নামগুলো বলতে পারছি না। কারণ এখনও সময় রয়েছে। আজকের মধ্যে আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের রিটেইন করেছে এবং কারা ড্রাফটে থাকবে এই বিষয়ে একটি ক্লিয়ার পিকচার পাব। আমরা এটা যে দলগুলো অংশ নিচ্ছে তাদের মধ্যে সার্কুলেট করে দেব।’

টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়াবে ২১ জানুয়ারি। ফাইনাল দিয়ে আসরে পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে সব মিলিয়ে ৩৪টি ম্যাচ।

বিপিএলে অংশ নিবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হলো বরিশাল (ফরচুন সুজ লিমিটেড), চট্টগ্রাম (আখতার গ্রুপ), কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড), ঢাকা (রুপা ফেব্রিক্স লিমিটেড এবং মার্ন স্টিল লিমিটেড), খুলনা (মাইন্ড ট্রি লিমিটেড) এবং সিলেট (প্রগতি গ্রীন অটো রাইস মিলস লিমিটেড)।