অ্যাঞ্জিওপ্লাস্টি শেষে হাসপাতাল ছাড়লেন আবিদ আলী
টানা চার দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আবিদ আলী। হৃদযন্ত্রের জটিলতা সারাতে দুই দিন দুটি অ্যাঞ্জিওপ্লাস্টি করিয়েছেন পাকিস্তানের এ ওপেনার।
আবিদের হাসপাতাল ছাড়ার খবর দিয়েছেন তার বাবা। তারকা এ ব্যাটসম্যানের বাবা বলেন, আবিদ সুস্থ হওয়ার পথে।
আবিদের বাবা বলেন, 'তার (আবিদের) পুনর্বাসন প্রোগ্রাম দুই সপ্তাহের এবং করাচিতে চেক আপ করানো হবে। পিসিবি আমাদের থাকার ব্যবস্থা করেছে। আবিদের সেরে ওঠার জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।'
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে খেলা চলাকালে বুকে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন আবিদ আলী। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, তার হার্টে সমস্যা দেখা দিয়েছে।
করাচিতে খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ম্যাচে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন মধ্য পাঞ্জাবের হয়ে খেলা পাকিস্তানের এ ওপেনার। মাঠ ছাড়ার আগে ৬১ রানে অপরাজিত ছিলেন আবিদ। দ্রুতই স্থানীয় এক হাসপাতালে ভর্তি হয় তারকা এ ব্যাটসম্যানকে।