বাংলাদেশ সিরিজে নেই উইলিয়ামসন-অ্যাজাজ, নেতৃত্বে লাথাম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টম লাথাম

টম লাথাম

ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দেন অ্যাজাজ প্যাটেল। ঘূর্ণি জাদুতে এক ইনিংসে একাই শিকার করেন দশ উইকেট। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন এ কিউই স্পিনার।

কিন্তু পরের সিরিজেই বাদ পড়লেন অ্যাজাজ। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত নিউজিল্যান্ড দলে জায়গা হয়নি এ তারকা বোলারের। 

বিজ্ঞাপন

দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও। কনুইয়ের পুরনো চোট জ্বালিয়ে মারছে তাকে। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। স্কোয়াডের একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন কেবল রাচিন রবীন্দ্র।

দুই ম্যাচের জন্য নিউজিল্যান্ড ঘোষণা করেছে ১৩ জনের দল। যেখানে পেস। আক্রমণে থাকছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও নেইল ওয়াগনাররা। টাইগারদের পেস আর বাউন্সে নাকাল করতেই এই পরিকল্পনা করেছে ব্ল্যাক ক্যাপস শিবির।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার ও উইল ইয়াং।