রোমাঞ্চকর টাইব্রেকারে এশিয়ান হকিতে চ্যাম্পিয়ন কোরিয়া
স্নায়ুচাপে ভরা শ্বাসরুদ্ধকর ফাইনালে জাপানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ কোরিয়া।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে জাপানকে ৪-২ গোলে ধরাশায়ী করেছে দক্ষিণ কোরিয়া।
তবে দুই দলের লড়াই নির্ধারিত সময় শেষে ৩-৩ গোলে অমীমাংসিত থেকে যায়। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ভারত। এর আগে রাউন্ড রবিন লিগে এই পাকিস্তানকেই ৩-১ গোলে হারিয়েছিল ভারতীয়রা।