অলিম্পিকের প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

২০২৮ অলিম্পিকের দিকে তাকিয়ে আইসিসি

২০২৮ অলিম্পিকের দিকে তাকিয়ে আইসিসি

ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে আইসিসি। এতে সবুজ সঙ্কেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এখনো ইতিবাচক কোনো সাড়া মেলেনি। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের প্রাথমিক তালিকায় নাম লেখাতে পারেনি ক্রিকেট।

অলিম্পিক কমিটির কার্যনির্বাহী বোর্ডে ২৮টি খেলার একটি তালিকা জমা পড়েছে। তাতে জায়গা হয়নি ক্রিকেটের। প্রাথমিক তালিকা থেকে ছিটকে গেলেও দুশ্চিন্তায় ভুগছে না আইসিসি। সংস্থাটির কর্তা-ব্যক্তিদের মতে, সামনে সময় ও সুযোগ দুটোই আছে অলিম্পিকে ক্রিকেটের জায়গা করে নেওয়ার।

বিজ্ঞাপন

আইসিসি’র এক পরিচালক শুনিয়েছেন সেই আশার বাণী, ‘অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য অনেক সময় আছে। আমরা আমাদের লক্ষ্যেই অটল রয়েছি। আমাদের অলিম্পিকে খেলার লক্ষ্যটা বদলে যায়নি।’

আরও খেলা সংযুক্তির বিষয়টি নিয়ে কাজ শুরু হবে আগামী বছর। তবে ব্যাপারটা নির্ভর করছে আয়োজক শহর লস অ্যাঞ্জেলসের সুপারিশের ওপর। ওই পরিচালক ক্রিকবাজকে বলেন, ‘শুরুর তালিকাটা সাধারণত হয় এমন খেলা নিয়ে যেগুলো ইতোমধ্যে অলিম্পিকে খেলা হয়েছে। আয়োজক শহরের অন্যান্য ইভেন্ট বাছাই করার প্রক্রিয়া শুরু হবে আগামী বছর। আমরা সেটার অংশ হব।’

বিজ্ঞাপন