বিজয় দিবসে আতহারের ফিফটিতে জিতল শহীদ মুশতাক
প্রতি বছর বিজয় দিবসে মিরপুরে বসে সাবেক ক্রিকেট তারকাদের মিলন মেলা। এবারও বসল ক্রিকেট মেলা। আড্ডায় মুখরিত হলো শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দুই শহীদ ক্রিকেটার মুশতাক ও জুয়েলের নামে জমে উঠল প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। তাতে ৪২ রানে জয়ের হাসি দিল শহীদ মুশতাক একাদশ। তবে এবারের ক্রিকেট উৎসব নতুন রং পেল শপথ অনুষ্ঠানের মাধ্যমে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ পাঠ করান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে সেই শপথে কণ্ঠ মেলান ক্রিকেটাঙ্গনের সাবেক তারকা, তাদের পরিবার পরিজন, বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও বোর্ড কর্তা-ব্যক্তিরা।
টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে আতহার আলীর ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৫০ রানের পুঁজি গড়ে শহীদ মুশতাক একাদশ। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও আতহার আলী ওপেনিং পার্টনারশিপে তুলে নেন ৫২ রান।
ওপেনার বিদ্যুৎ করেন ২৬ রান। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আতহার ৫৫ বলে সাত চার ও এক ছক্কায় খেলেন ৬০ রানের দারুণ এক ক্রিকেটীয় ইনিংস।
শেষদিকে ১৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১* রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান খালেদ মাসুদ। ক্যাপ্টেন মিনহাজুল আবেদীন নান্নু ৩ নিয়ে হতাশ করলেও মোহাম্মদ রফিক যোগ করেন ১৫ রান। শহীদ জুয়েল একাদশের হয়ে দুটি উইকেট শিকার করেন মাহমুদুল হাসান রানা।
জবাবে ১০৮ রানে থামে শহীদ জুয়েল একাদশের ইনিংস অভিযান। দলের হয়ে সর্বোচ্চ ২৯* রানের ইনিংস খেলে অজেয় থেকে যান হাবিবুল বাশার সুমন। ২৭ রান এনে দেন মুশফিক বাবু। মুশতাক একাদশের জার্সি গায়ে দুটি উইকেট নেন পেসার তারেক আজিজ।