হারে এশিয়ান হকি শুরু বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-ভারত হকি লড়াই

বাংলাদেশ-ভারত হকি লড়াই

দীর্ঘ ৪০ মাসের বিরতি শেষে আন্তর্জাতিক হকিতে ফিরল বাংলাদেশ। কিন্তু নিজেদের প্রত্যাবর্তনটা রাঙিয়ে নিতে পারল না লাল-সবুজের প্রতিনিধিরা। বড় হারে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির হকিতে নতুন মিশন শুরু করল কোচ গোবিনাথান ইমানের দল।

আজ বুধবার, ১৫ ডিসেম্বর মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান হকির র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান দল ভারত।

বিজ্ঞাপন

ভারতের হয়ে তিন গোল করেন দিলপ্রিত সিং। জোড়া গোলের দেখা পান জারমানপ্রিত সিং। অতিথিদের হয়ে একটি করে গোল করেন ললিত কুমার উপাধ্যায়, আকাশদ্বীপ সিং, মানদ্বীপ জুনিয়র ও হারমানপ্রিত।

এশিয়ান হকি র‌্যাঙ্কিংয়ের সেরা চার দলের সঙ্গে এই আসরে বাংলাদেশ খেলছে আয়োজক হিসেবে। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে মোকাবেলা করবে জিমিরা।

বিজ্ঞাপন