বাংলাদেশ দলে করোনার ছোবল, হেরাথ পজিটিভ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রঙ্গনা হেরাথ

রঙ্গনা হেরাথ

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে ছোবল মেরেছে করোনা। পজিটিভ হয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

লঙ্কান কিংবদন্তি স্পিনার হেরাথ শ্রীলঙ্কা থেকে উড়ে গিয়ে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে যোগ দিয়ে কোয়ারেন্টিনে ছিলেন। পরে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন। এখন তিনি আছেন আইসোলেশনে। ক্রিকেট দলের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

প্রথমবার করোনা টেস্টে দলের সবার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তৃতীয়বারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি কেবল হেরাথ। নেগেটিভ রিপোর্ট নিয়ে দলে যোগ দিতে এখন আরও সময় লাগবে হেরাথের। নিউজিল্যান্ড সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে দেশের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দল নিয়ে নিউজিল্যান্ডের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটে একজন ছিলেন করোনা পজিটিভ। তার সম্ভাব্য সংস্পর্শে আসা অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আবদুর রাজ্জাকের সঙ্গে সাপোর্ট স্টাফের তিন সদস্যকে রাখা হয়েছে আইসোলেশনে। এই নয়জন এখন জিমনেসিয়ামে যেতে পারবেন না।

বিজ্ঞাপন

এই নয়জন বাদে দলের বাকি সবাই জিমনেসিয়াম ব্যবহার করেছেন। আজ ক্রিকেটারদের অনুশীলন করার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে সেটা আর হয়ে উঠেনি। গত সফরে ১৪ দিন রুম কোয়ারেন্টিনে থাকতে হলেও এবার লাল-সবুজের প্রতিনিধিদের রুম বন্দী থাকতে হয়েছে মাত্র তিন দিন।

নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে টাইগারদের প্রথম টেস্ট মাঠে গড়াবে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।