মোহাম্মদ আলীর নাতির ম্যাডিসন স্কয়ার জয়
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বর্ণিল অনেক স্মৃতি জড়িয়ে আছে মোহাম্মদ আলীর। ক্যারিয়ারের সেরা কিছু মুহূর্ত সেখানে কাটিয়েছেন প্রয়াত মার্কিন এ কিংবদন্তি বক্সার।
নানা মোহাম্মদ আলীর স্মৃতি বিজড়িত সেই বক্সিং রিং'এ জয়ের গল্প লিখলেন নাতি নিকো আলী ওয়ালশও। তরুণ এ বক্সার ম্যাডিসন স্কয়ার ছাড়লেন বিজয়ীর বেশে। এই রিং'এ এটাই তার প্রথম জয়।
বক্সিং বাউটে ২১ বছরের আলী ওয়ালশ ধরাশায়ী করলেন প্রতিপক্ষ রেয়েস সানচেজকে। জেতেন ৩৮-৩৮, ৪০-৩৬ ও ৩৯-৩৭ পয়েন্ট ব্যবধানে।
এ জয়ে সবে শুরু করা নিকো আলী ওয়ালশ নিজের বক্সিং ক্যারিয়ারটা এগিয়ে নিয়ে গেলেন ৩-০ ব্যবধানে। তিন বক্সিং বাউট খেলে অপরাজিত রয়ে গেলেন তিনি।
ছয় ম্যাচ খেলে অজেয় থাকা ২৯ বছরের সানচেজের এটাই প্রথম হার।