জিম্বাবুয়ে ফেরত পজিটিভ দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেটাররা

আফ্রিকা মহাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়লে নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে যায়। আয়োজক জিম্বাবুয়ে থেকে দীর্ঘ ভ্রমণ শেষে দেশে ফেলে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে ঢাকায় পা দিয়েই খারাপ খবর পায় নারী ক্রিকেটাররা। দুজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

তখনই সন্দেহ করা হচ্ছিল। পজিটিভ ওই দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত কিনা। অবশেষে সকল সন্দেহ দূর হয়েছে। জানা গেছে জিম্বাবুয়ে ফেরত যে দুই জন নারী ক্রিকেটার করোনায় টেস্টে পজিটিভ হয়েছেন, তারা দুজনে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত। খবরটি নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন খবরটি শুনে মোটেই অবাক হননি, ‘যেহেতু তারা ওই অঞ্চল (আফ্রিকা) সফর করে এসেছে, তাই তাদের ওমিক্রন শনাক্ত হওয়ার বিষয়ে আমি অবাক হইনি। তারা এখন সবাই আইসোলেশনে আছে। আক্রান্ত দুজনসহ দলের সব নারী ক্রিকেটার সুস্থ আছে।’

তবে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘আমরা দুজনের অমিক্রন ধরনে আক্রান্ত হওয়ার কথা শুনেছি, তবে আইইডিসিআর আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।’

বিজ্ঞাপন

সরকার থেকে বোর্ডকে এখনো কিছু জানানো হয়নি। বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, তিনি খবরটি শুনেছেন, ‘আমাদেরকে এখনো কোনো ধরনের আপডেট সরকার থেকে জানানো হয়নি। শুনেছি এটা মন্ত্রী নিজেই বলেছেন, মন্ত্রী যদি নিজেই বলে থাকেন তাহলে তো ব্যাপারটি সত্য।’

জিম্বাবুয়ে ফেরত সকল নারী ক্রিকেটার এখন হোটেলে আইসোলেশনে রয়েছেন। পুরো ব্যাপারটা সরকার দেখভাল করছে। এমনটাই জানিয়েছেন দেবাশিষ চৌধুরী, ‘তারা সবাই এখন আইসোলেশনে আছেন। সবাই হোটেলে আলাদা আলাদা কক্ষে আইসোলেশনে আছেন, কেউ বের হচ্ছেন না। আর এটাতো সরকারের পক্ষ থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। আমরা এখন অপেক্ষা করছি আমাদের নতুন কোন দিক নির্দেশনা দেয় কিনা। কোথায় রাখব, কি করব পরবর্তী পদক্ষেপ কি হবে এগুলোর ব্যাপারে। আমরা শুনেছি যে সবাইকে ১৪ দিন পর নেগেটিভ হলে রিলিজ করে দেওয়া হবে। এখন ওমিক্রনকে সরকার নতুন কোনো সমস্যা হিসেবে দেখছে কিনা এটা আমরা এখনো নিশ্চিত না।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ শনিবার, ১১ ডিসেম্বর খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের চিকিৎসা চলছে। তাদের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখা হচ্ছে, তাদের শরীরে এখন ওমিক্রনের লোডটা কেমন আছে। হয়তো পুরোপুরি সেরে উঠতে দুই সপ্তাহ লাগবে। পুরোপুরি সুস্থ হলেই আমরা তাদের ছাড়তে পারব।’

যে দুজন নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত, তাদের কাছাকাছি যারা ছিলেন তাদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করছি, এবং যারা তাদের পাশে ছিলেন বা তাদের সংস্পর্শে এসেছেন সবারই পরীক্ষা করা হয়েছে।’

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের জন্য দীর্ঘ হয়েছে হয়েছে ক্রিকেটারদের ভ্রমণ। জিম্বাবুয়ে থেকে নামিবিয়া ও ওমানের মাসকাট হয়ে তাদের প্রায় তিনদিন লেগে যায় দেশে ফিরতে। দেশে ফিরে ছিলেন কোয়োরেন্টিনেও। কিন্তু তারপরও করোনা ঠিকই ছোবল মেরেছে দলে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় নারীদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই বাতিল করে আইসিসি। বাছাই পর্ব বাতিল হলেও দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ পর্বে শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিয়েছে সালমা খাতুনরা।