রুট-মালানের ব্যাটে লড়ছে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেভিড মালান ও জো রুট

ডেভিড মালান ও জো রুট

প্রথম ইনিংসে ভালো করতে পারেনি ইংল্যান্ড। ১৪৭ রানে অল আউট হয় তারা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছে অতিথিরা। দাপুটে ব্যাটিং করে যাচ্ছেন জো রুট ও ডেভিড মালান। ছুটে চলেছেন সেঞ্চুরির পথে। তাদের নৈপুণ্যে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে ইংলিশরা। সফরকারীরা এখনো ৫৮ রানে পিছিয়ে।

১৫৮ বলে ১০ বাউন্ডারিতে ৮৬* রানে এখনো ব্যাটিং করে যাচ্ছেন ক্যাপ্টেন রুট। আর ১৭৭ বলে ১০ বাউন্ডারিতে ৮০* রানের অসাধারণ এক ইনিংস খেলে রুটকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মালান।

বিজ্ঞাপন

তার আগে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ৪২৫ রানে। ১৪৮ বলে ১৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ১৫২ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলেন ট্রাভিস হেড। তিনটি করে উইকেট শিকার করেন অলি রবিনসন ও মার্ক উড। দুটি উইকেট যায় ক্রিস ওকসের পকেটে।

প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে ব্যাট হাতে নামেন ট্রাভিস হেড (১১২) ও মিচেল স্টার্ক (১০)। 

বিজ্ঞাপন