হেডের রেকর্ড সেঞ্চুরি, শতক মিস ওয়ার্নারের
ব্রিসবেন টেস্টের প্রথম দিন বল হাতে তোপ দাগান প্যাট কামিন্স। একাই শিকার করেন পাঁচ উইকেট। তার আগুনে বোলিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫০.১ ওভারে গুটিয়ে যায় ১৪৭ রানে।
জবাবে ব্যাট হাতে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি হাঁকিয়েছেন ট্রাভিস হেড। ফিফটি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশানে। সুবাদে ৭ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩৪৩ রান সংগ্রহ করে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে স্বাগতিকরা।
৯৫ বলে ১২ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১২* রানের দাপুটে এক ইনিংস খেলে এখনো ব্যাটিং করে যাচ্ছেন হেড। প্রথম ব্যাটসম্যান হিসেবে গ্যাবায় এক সেশনে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি।
নার্ভাস নাইনটিতে সাজঘরের পথ ধরেন ওয়ার্নার। মাত্র ৬ রানের জন্য শতক মিস করেন এ তারকা ওপেনার। ১৭৬ বলে ১১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৯৪ রানের দুরন্ত এক ইনিংস খেলেন ওয়ার্নার।
লাবুশানে ১১৭ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অলি রবিনসন।