২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন কোচ হেরাথ
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক ছিলেন রঙ্গনা হেরাথ। পরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও টাইগারদের কোচিং স্টাফে কাজ করেন হেরাথ।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে ছিলেন লঙ্গান এ কোচ। কেননা বিশ্বকাপ শেষেই তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
তবে ফের রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং মেন্টর হিসেবে পেয়েছে বাংলাদেশ। এবার আর অস্থায়ী ভিত্তিতে নয়। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন এ লঙ্কান স্পিন গ্রেট। ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ দিয়ে শেষ হবে তার চুক্তির মেয়াদ। খবরটি নিশ্চিত করেছে বিসিবি।
আসন্ন নিউজিল্যান্ড সফর দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন হেরাথ। আজ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। হেরাথ দলে যোগ দেবেন সরাসরি নিউজিল্যান্ডে।