টেস্টে সাকিবের নতুন রেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের পঞ্চম দিনে নতুন এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার হিসেবে টেস্টে দ্রুততম ২০০ উইকেট ও ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

৩ হাজার ৯৩৩ রান নিয়ে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন সাকিব। প্রথম ইনিংসে করেন ৩৩ রান। আর দ্বিতীয় ইনিংসে তোলেন ৬৩ রান। এতেই টেস্টে নতুন ইতিহাস লিখেছেন এ ক্রিকেট মহাতারকা।

বিজ্ঞাপন

রেকর্ডটা করলেন সাকিব ৫৯ টেস্টে। আগের রেকর্ডটা ছিল ইয়ান বোথামের। ইংলিশ কিংবদন্তি রেকর্ডটা করে ছিলেন ৬৯ টেস্টে।

সাকিব ও বোথামের সঙ্গে ৪ হাজার রান ও ২০০ উইকেটের মাইফলকে পা রেখেছেন জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, কপিল দেব ও ড্যানিয়েল ভেটোরি।

বিজ্ঞাপন

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের মালিক বনে গেলেন সাকিব। তার আগে এই কীর্তি গড়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।