নিউজিল্যান্ড সফরে সাকিবের বদলি রাব্বি
নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। কিউই সিরিজ থেকে ছুটি নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সাকিব দল থেকে নিজের নাম প্রত্যাহার করায় কপাল খুলেছে ফজলে মাহমুদ রাব্বির। এ ক্রিকেট মহাতারকার বদলে নিউজিল্যান্ড সফরের টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন টপ অর্ডার এ ব্যাটসম্যান।
সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পারফরম্যান্সের সুবাদে দলে অন্তর্ভুক্ত হয়েছেন রাব্বি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে আজ বুধবার, ৮ ডিসেম্বর রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। দেশের ক্রিকেটাররা ফ্লাইট ধরবে রাত ১টায়। সিরিজ শুরুর জন্য হাতে সময় থাকলেও কঠোর কোয়ারেন্টিন প্রটোকল মানার জন্য বাড়তি সময় হাতে নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিসিবি'র লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান খবরটি নিশ্চিত করে বলেন, ‘রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সে করে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। সর্বমোট ৩০ জনের মতো সদস্য যাচ্ছেন।’
নিউজিল্যান্ড সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে টাইগারদের প্রথম টেস্ট মাঠে গড়াবে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।