৮৭ রানে গুটিয়ে ফলো অনে টাইগাররা
বাজে ব্যাটিংয়ের পসরা আগেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় অন্তত ফলো অন এড়ানোর আশাই জেগে ছিল লাল-সবুজের শিবিরে। তবে বিশ্বসেরা এ অলরাউন্ডার ফিরলেন ৩৩ রান নিয়ে। যে কারণে ফলো অন এড়ানো গেল না।
ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আঘাত করেন সাজিদ খান। নেন তাইজুল ইসলামের উইকেট। পরে খালেদ আহমেদের উইকেট শিকার করেন শাহীন শাহ আফ্রিদি।
ব্যাটিং বিপর্যয় ঠেকাতে না পেরে ৮৭ রানে গুটিয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস। এখন ফলো অনে পড়েছে বাংলাদেশ। ২১৩ রানে পিছিয়ে এখন স্বাগতিকরা।
তার আগে ছন্নছাড়া ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৭৬ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২৩ রান নিয়ে ব্যাটিং শুরু করেন সাকিব। তাকে সঙ্গ দিতে থাকেন তাইজুল ইসলাম (০)।
বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেট হারিয়ে ৩০০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।