পিচের জন্যই আক্রমণাত্মক ব্যাটিং করেছে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

বৃষ্টি বিঘ্নিত ঢাকা টেস্টে দারুণ ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে পাকিস্তান। চতুর্থ দিন এসে ৪ উইকেট হারিয়ে ৩০০ রানের পুঁজি গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে অতিথি ক্রিকেটাররা।

কিন্তু উল্টো পথে হেঁটেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি স্টাইলে খেলে ৭৬ রান তুলতেই ২৬ ওভারে হারিয়ে ফেলেছে ৭ উইকেট। যেখানে দেখে শুনে ব্যাটিং করলেই ম্যাচ হতে পারে ড্র। সেখানেই কিনা আক্রমণাত্মক ব্যাটিং করে দল পড়েছে হারের মুখে। 

বিজ্ঞাপন

টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত রক্ষণাত্মক না খেলার কারণ ব্যাখ্যা করে বলেন, আক্রমণাত্মক না খেললে উইকেট কঠিন হয়ে যাবে, সেই শঙ্কায় সবাই শট খেলেছে, ‘সাধারণ পরিকল্পনাই ছিল। যার যার স্বাভাবিক গেম খেলার পরিকল্পনা ছিল। ওরকম আলাদা কোনো পরিকল্পনা ছিল না। আগ্রাসী ব্যাটিংয়ের একটা কারণ ছিল- উইকেটে যত রক্ষণাত্মক খেলবেন তত কঠিন হয়ে উঠবে। এখানে রান করাও গুরুত্বপূর্ণ। এজন্য ব্যাটসম্যানরা যার যে শটে ভালো দক্ষতা আছে তারা সেই শট খেলতে চেয়েছে।’ 

রক্ষণাত্মক খেললে এই উইকেটে আউট হওয়ার সম্ভাবনা বেশি। এ নিয়ে শান্ত বলেন, ‘এখানে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দুর্ভাগ্যবশত এক্সিকিউশন ওরকম হয়নি। এই উইকেটে রক্ষণাত্মক থাকলেই সমস্যা হতো।’

বিজ্ঞাপন