অজেয় থেকে ভারতে চ্যাম্পিয়ন টাইগাররা যুবারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৌরভ গাঙ্গুলির হাত থেকে শিরোপা বুঝে নিচ্ছেন জুনিয়র ক্যাপ্টেন

সৌরভ গাঙ্গুলির হাত থেকে শিরোপা বুঝে নিচ্ছেন জুনিয়র ক্যাপ্টেন

ভারতের তিন দলীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে অজেয় থেকে শিরোপা জিতল ছেলেরা।

শিরোপা জয়ের পথে একটি ম্যাচও হারেনি জুনিয়র টাইগাররা। ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে একটি ম্যাচ কেবল বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

বিজ্ঞাপন

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে শুরুটা মোটেই ভালো হয়নি অতিথিদের। শূন্য রানে আউট হন ওপেনার মাহফিজুল ইসলাম।

পরে ২৫ বলে দলীয় স্কোরে ২৮ রান যোগ করেন প্রান্তিক নওরোজ নাবিল। ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রান (৯১ বলে) করেন আইচ মোল্লা। ৫৮ বলে ৫০ রান এনে দেন আশিকুর জামান।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার বোলারদের কাছে পাত্তাই পায়নি ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি‘ দল। ৫৩ রানে গুটিয়ে গেছে তারা। ৩৮ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান।

বাংলাদেশের জার্সি গায়ে ৬.৩ ওভারে ১৬ রান খরচ করে একাই ৪ উইকেট শিকার করেন স্পিনার নাইমুর রহমান নয়ন।