বৃষ্টির পানিতে স্লাইড খেললেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব যেন গ্রাম-বাংলার দুরন্ত এক বালক

সাকিব যেন গ্রাম-বাংলার দুরন্ত এক বালক

বৃষ্টিতে খেলা ছিল বন্ধ। পরে খেলা শুরু হবে কিনা তার কোনো ঠিক-ঠিকানা নেই। ঘড়ির কাটা তখন তিনটা ছুঁইছুঁই। সাকিব আল হাসান বুঝে ফেলেছিলেন এই ইলশে গুঁড়ি বৃষ্টিতে আর হোক মিরপুরের মাঠে খেলা শুরু করা সম্ভব নয়।

বাংলাদেশ দলের সব ক্রিকেটার যখন মিরপুরের ইনডোরে ঢুকে গেছেন। তখন উল্টো পথে হাঁটলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে নেমে পড়লেন মাঠ পরিদর্শনে। আউটফিল্ড থেকে হেঁটে এ ক্রিকেট মহাতারকা চলে গেছেন কাভারে ঢাকা পিচের কাছে।

বিজ্ঞাপন

কিন্তু পিচ কাভারে জমে থাকা পাকি দেখে সাকিব যেন আর শান্ত থাকতে পারলেন। শীত তো আগেই চলে এসেছে। তার মধ্যে গুঁড়ি গুঁগি বৃষ্টি। শীতটা যেন একটু বেড়েই গিয়েছিল। কিন্তু সাকিব যে ফিরে গেছেন বাল্যকালে। বৃষ্টির পানিতে খেলা করা দুরন্ত বালকের চিত্রনাট্যই যেন তার চোখে ভাসছিল। সাকিবও তাই আর দেরি করলেন না। বনে গেলেন অজো পাড়া গায়ের কোনো এক বালক।

পিচ কাভারে জমে থাকা পানিতে খেলতে শুরু করলেন স্লাইড। খানিকটা দূর থেকে সাকিব দিলেন ভোঁ দৌড়। কৈশোরের স্মৃতি ফিরিয়ে এনে পানিতে পিচ্ছিল খেয়ে এগিয়ে গেলেন অনেকটা। সেই ছবি ও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

বিজ্ঞাপন