অধরা জয়ের খোঁজে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুঃস্বপ্নটা ভুলতে চেয়ে ছিল টাইগাররা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেটা সম্ভব হয়নি। উল্টো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকরা ডুবেছে হোয়াইটওয়াশের লজ্জায়।

টি-টোয়েন্টিতে জয় ধরা না দিলেও টেস্টে আশায় বুক বেঁধেছিল টাইগাররা। অধরা জয় অন্তত ধরা দিবে। কিন্তু সেটা হয়নি। চট্টগ্রাম টেস্টে লাল-সবুজের প্রতিনিধিরা পাকিস্তানের কাছে হার মানে ৮ উইকেটের বড় ব্যবধানে।

বিজ্ঞাপন

জয়ের ধারায় ফেরার আরও একটি সুযোগ টাইগারদের সামনে। অতিথি পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আজ মাঠে নামছে মুমিনুল হকরা। দুদলের লাল বলের লড়াই শুরু সকাল ১০টায়। ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এ ম্যাচে হারলে টি-টোয়েন্টিতের মতো লাল বলের লড়াইয়ে হোয়াইটওয়াশ হবে দেশের ক্রিকেটাররা। সেই লজ্জা এড়ানোর লড়াই শুরু আজ টাইগারদের। 

বিজ্ঞাপন

দলে ফিরেছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। তার সঙ্গে দলে আছেন তারকা পেসার তাসকিন আহমেদ। এ কারণে ভালো পারফরম্যান্স উপহার দিতে উজ্জীবিত হয়ে আছে স্বাগতিকরা। হোয়াইটওয়াশ এড়িয়ে অধরা জয় ছিনিয়ে নিতে যারপরনাই নাই মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা।