বিশ্বকাপ দলে শামীম, নেই তাইজুল-মোসাদ্দেক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন

তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন দুজনে। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পাননি তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন। তবে বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী। তার আছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও নাসুম আহমেদও। 

নিউজিল্যান্ডের বিপক্ষে দেওয়া ১৯ সদস্যের দল থেকেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড বেছে নিয়েছেন বিসিবি'র নির্বাচক। বাকি চার জনের মধ্যে তাইজুল ও মোসাদ্দেক দল থেকে ছিটকে গেছেন। করোনা সংক্রমণ ও দীর্ঘ সূচির ধকলে ইনজুরি শঙ্কার কথা মাথায় রেখে বাকি দুজন পেসার রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টাইগারদের বিশ্বকাপে দলে নেই কোনো চমক। তামিম ইকবাল আগেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই দলে নেই দেশসেরা এ ওপেনার। তবে দলের বাকি সিনিয়র খেলোয়াড়রা ঠিকই রয়েছেন দলে। 

বিশ্বকাপের দল ঘোষণার জন্য ১০ সেপ্টেম্বর শেষ সময় বেঁধে দিয়েছে আইসিসি। তার আগে আজ বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর  বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞাপন

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর পর্দা উঠতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে সুপার টুয়েলভের টিকিট ছিনিয়ে নিতে হবে টাইগারদের। রাউন্ড ওয়ানের গ্রুপ 'বি’তে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ’র দল লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে। 

১৭ অক্টোবর উদ্বোধনী দিনেই মাঠে নামবে কোচ রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডকে মোকাবেলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ড-বাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।