বিসিবির অ্যাকাউন্টে জমা রয়েছে ৯০০ কোটি টাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

করোনাকালে অনেক দেশের ক্রিকেট বোর্ডই কর্মী ছাটাই করেছে। ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তাদের বেতন কমেছে। কিন্তু বাংলাদেশে সেটা হয়নি। বরং টাইগার ক্রিকেটারদের বেতন বেড়ে। শুধু তাই নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাউন্টও ফুলে ফেঁপে উঠেছে।

বিসিবির এফডিআরে জমা রয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। এমন তথ্যই দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির সভাপতি হিসেবে পাপনের মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি সেপ্টেম্বরেই। বোর্ডের নির্বাচন সামনে রেখে নিজের দুই মেয়াদের রাজত্বকালে বিসিবির আয়-ব্যয়ের হিসাব দিতে গিয়ে বোর্ড সভাপতি এমনটা জানান।

বিজ্ঞাপন

আজ শনিবার, ৪ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে ক্রিকেট বোর্ডের প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন, ‘বিসিবির অনেক টাকা বেড়েছে, যা বিসিবির আয় থেকেই এসেছে। আমাদের সব স্পন্সর স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআরে প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।’