টাইগারদের পুঁজি ১৪১

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ নাঈম শেখ

মোহাম্মদ নাঈম শেখ

দুপুরে সূর্য হেসেছে ঢাকার আকাশে। বিকেলে ক্রিকেট ময়দানে হাসল টাইগারদের ব্যাট। সেসুবাদে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সামনে ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানের লড়াকু পুঁজি গড়ে টাইগাররা।

প্রথম ম্যাচের ম্যাড়ম্যাড়ে ব্যাটিং কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছেন নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদরা। তাতে শুরুটাও হয় দারুণ। উদ্বোধনী পার্টনারশিপে নাঈম শেখ ও লিটন দাস তুলে ফেলে ৫৯ রান।

বিজ্ঞাপন

ওপেনার লিটন ৩৩ রান নিয়ে ফিরেন। আর দলীয় স্কোরে ৩৯ রান যোগ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম। ক্যাপ্টেন মাহমুদউল্লাহ অপরাজিত থেকে যান ৩৭* রানে।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন রাচিন রবীন্দ্র। একটি করে উইকেট নেন আজাজ প্যাটেল, কোল ম্যাকনকি ও  হামিশ বেনেট।

বিজ্ঞাপন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় টাইগাররা।

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছিল নিউজিল্যান্ড। তবে ম্যাচটি দাপটের সঙ্গে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ।

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ ম্যাচ দিয়েই নিউজিল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেন সিয়ার্সের। একাদশে ফিরেছেন হামিশ বেনেট। তাদের দুজনকে সুযোগ করে দিতেই অতিথিদের একাদশ থেকে বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ বেনেট।