বিসিবি'র কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সাকিব-তাসকিন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আইসিসি'র নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান। তবে এবারের কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ক্রিকেট মহাতারকা সাকিব রয়েছেন তিন ফরম্যাটের চুক্তিতেই।

সাকিবের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন তাসকিন ও সাদমান ইসলাম অনিক। তবে চুক্তি থেকে ছিটকে গেছেন মোহাম্মদ মিঠুন ও নাঈম হাসান। 

বিজ্ঞাপন

তামিম ইকবাল টেস্ট ও ওয়ানডেতে থাকলেও নেই টি-টোয়েন্টির চুক্তিতে। 

চুক্তিতে নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফ হাসান ও শরিফুল ইসলাম। 

বিজ্ঞাপন

ক্রিকেটের তিন সংস্করণের জন্য খেলোয়াড়দের সঙ্গে তিনটি ভিন্ন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিসিবি'র এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ২৪ জন ক্রিকেটার। টেস্টে ১৪জন, ওয়ানডেতে ১২ জন এবং টি-টোয়েন্টিতে আছেন ১৫ জন ক্রিকেটার। এ বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে নতুন এই কেন্দ্রীয় চুক্তি। 

তিন সংস্করণের চুক্তিতেই রয়েছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস ও শরিফুল ইসলাম।

টেস্ট তালিকা : মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন।

ওয়ানডে তালিকা: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাস, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি তালিকা: মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম হোসেন।