২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন তামিম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের প্রত্যাশা, এবারের বিশ্বকাপ না খেললেও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের জার্সি গায়ে দেখা যাবে দেশসেরা এ ওপেনারকে।

বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিশ্বকাপের পরে আমাদের তো আরও অনেক খেলা আছে। সামনের বছর তো আরেকটা বিশ্বকাপ আছে। আমি আশা করি, আমার বিশ্বাস সে আবার টি-টোয়েন্টি স্কোয়াডে ঢুকবে এবং সে বিশ্বকাপ (২০২২) খেলবে।’ 

বিজ্ঞাপন

বিশ্বকাপ দলে ছিল তামিমের নাম। জানান পাপন, ‘সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে কথা বলেছে। যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন ও আমাদের প্রথম পছন্দ। তবে এই ঘটনার পর ও এখন আর স্কোয়াডে নেই, থাকবে না। আজ বোর্ডে আমাকে যে লিস্টটা দিয়েছিল সেখানে ওর নামটা ছিল। এখন যেহেতু ও ঘোষণা করেছে তাই সে আর থাকছে না।’

গুঞ্জন রটেছিল, ম্যানেজমেন্টের অনেকেই নাকি চান না তামিম বিশ্বকাপে খেলুক। টি-টোয়েন্টিতে তার ধীরগতির ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেই অভিমান থেকেই নাকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম। 

বিজ্ঞাপন

গুঞ্জনটা উড়িয়ে দিয়ে পাপন জানিয়েছেন, ইনজুরি আর টি-টোয়েন্টিতে অনেক দিন না খেলার কারণেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন এই বাঁহাতি ওপেনার, ‘সবকিছু বিবেচনা করে ও যে কথাগুলো বলেছে সেটা আমি গাড়িতে আসতে আসতে শুনেছি। ও খুব ভালো কথাই বলেছে। ও জানে ওকে যদি স্কোয়াডে রাখা হয় তাহলে ও খেলবেই। ও মনে করেছে এটা যদি হয় তাহলে সেটা অনেকের প্রতি অবিচার হতে পারে। আর দ্বিতীয়ত ও যেহেতু অনেক দিন খেলছে না ও ইনজুরিতে ছিল ও মনে করেছে ওর এখন না খেলাটাই শ্রেয়।’