কিউইদের ৭ উইকেটে হারাল বাংলাদেশ
প্রথমে বল হাতে দাপট দেখালেন টাইগাররা। অতিথি নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৬০ রানের দলীয় স্কোরে গুটিয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এতেই জয়টা অর্ধেক নিশ্চিত হয়ে যায়। জয় ছিনিয়ে নেওয়ার বাকি কাজ সারলেন ব্যাটসম্যানরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়টা এতোদিন অধরাই ছিল। এবার সেই জয় খরা কাটল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এবং সেটা ৩০ বল হাতে রেখেই। টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়।
দুরন্ত এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
মিরপুরের মন্থর উইকেটে ব্যাটিংয়ের শুরুটা বাজে ছিল টাইগারদের। দলীয় ১ রানে ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও দলীয় ৭ রানে আউট হন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস।
পরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২৫ রানের দাপুটে ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন। মুশফিকুর রহিম (১৬*) ও ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৪*) দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন। ১৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে ৬২ রান তুলে ফেলে টাইগাররা।
নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল, কোল ম্যাককনকি ও রাচিন রবীন্দ্র।
ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে মাত্র ৬০ রানের পুঁজি গড়ে লজ্জায় ডুবে কিউইরা। দলীয় ৯ রানে ৪ উইকেট খুইয়ে মহাবিপদে পড়ে যায় সফরকারীরা। অতিথি দলের হয়ে সমান ১৮ রান করে সংগ্রহ করেন টম লাথাম ও হেনরি নিকোলস। বাকিরা কেউ পাঁচ রানের বেশি কেউ তুলতে পারেননি।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট নেন ম্যাচসেরা সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তার আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড।
সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার, ৩ সেপ্টেম্বর। ভেন্যু সেই একই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৬০/১০, ১৬.৫ ওভার (লাথাম ১৮, নিকোলস ১৮; নাসুম ২/৫, সাকিব ২/১০, মুস্তাফিজ ৩/১৩ ও সাইফউদ্দিন ২/৭)।
বাংলাদেশ: ৬২/৩, ১৫ ওভার (সাকিব ২৫, মুশফিক ১৬*, মাহমুদউল্লাহ ১৪*; এজাজ ১/৭, ম্যাকনকি ১/১৯ ও রবীন্দ্র ১/২১)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা: সাকিব আল হাসান।