৬০ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

দাপুটে বোলিং প্রশংসায় ভাসছেন টাইগাররা। আর এতেই লজ্জায় ডুবেছে কিউইরা। কেননা প্রথম টি-টোয়েন্টিতে ৬০ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এটি কিউইদের সর্বনিম্ন দলীয় স্কোর। 

অতিথি দলের হয়ে ১৮ রান করে করেছেন টম লাথাম ও হেনরি নিকোলস। বাকিরা কেউ পাঁচ রানের বেশি কেউ তুলতে পারেননি।

বিজ্ঞাপন

তার আগে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশ দলে নেই বাঁ-হাতি তরুণ পেসার শরিফুল ইসলাম ও সৌম্য সরকার। তবে একাদশে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর ইনিংস উদ্বোধন করবেন লিটন কুমার দাস ও মোহাম্মদ নাঈম শেখ। 

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে কোল ম্যাকনকি ও রাচিন রবীন্দ্রর। দলে ডগ ব্রেসওয়েলের সঙ্গে আছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।