মুশফিক-সোহানের কিপিং ভাগাভাগি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান

মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান

সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বাংলাদেশের ১৯ সদস্যের দলে উইকেটরক্ষক এখন তিনজন। মুশফিকুর রহিমের সঙ্গে দলে ফিরেছেন লিটন দাস। 

মুশফিক ও লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটের পিছনে দুরন্ত পারফরম্যান্স দেখান নুরুল হাসান সোহান। 

বিজ্ঞাপন

স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব বর্তাবে কার কাঁধে?

আজ সোমবার, ৩০ আগস্ট ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরটা দিয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো। লিটন পাচ্ছেন না উইকেটের পিছনের দায়িত্ব। সিরিজে প্রথম দুই ম্যাচে উইকেট সামলাবেন সোহান। পরের দুই ম্যাচে গ্লাভস পাবেন বর্ষীয়ান মুশফিক। 

বিজ্ঞাপন

প্রথম চার ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের উইকেটকিপার ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।

ক্রিকেট গুরু ডমিঙ্গো বলেন, 'সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করছি। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে।’

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ১ সেপ্টেম্বর।