বাংলাদেশের দুটি জাতীয় দল খেলবে একসঙ্গে: পাপন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই নভেম্বর-ডিসেম্বরে দুটি টেস্ট ও তিনটি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান। দুটি টেস্ট খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) বলছে, ডিসেম্বর-জানুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ। জৈব সুরক্ষাবলয়ে এমন ব্যস্ত সূচিতে একটি দল নিয়ে খেলা কঠিন। এজন্য দুটি জাতীয় দল গঠনের চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার, ২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা শেষে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু বলবো যে অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে। একটা-দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে। তাতে হুলস্থূল করা যাবে না। একটু ধৈর্য ধরুণ। সময় দিলে আমার ধারণা দুটি জাতীয় দল গঠন করা সম্ভব।’

বিজ্ঞাপন

জৈব সুরক্ষা বলয়ের কারণে অনেকটা সময় নষ্ট হয়। স্বাভাবিকভাবে একই দল নিয়ে টানা ক্রিকেট সিরিজে অংশগ্রহণ প্রায় অসম্ভব। এজন্য পাপনের মতে, দুটি জাতীয় দল গঠন করা এখন সময়ের দাবি, ‘আমাদের দুটি জাতীয় দল একসঙ্গে খেলবে এমন সময়ের বেশি দেরি নাই আমার ধারণা। নভেম্বরে পাকিস্তান আসার কথা আমাদের দেশে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজও আছে। সুতরাং হতেই পারে।’