ভারত ৭৮/১০, ইংল্যান্ড ১২০/০

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যক্তিগত ৭ রানে বিরাট কোহলিকে আউট করে উচ্ছ্বসিত জেমস অ্যান্ডারসন

ব্যক্তিগত ৭ রানে বিরাট কোহলিকে আউট করে উচ্ছ্বসিত জেমস অ্যান্ডারসন

শুরুতেই আগুনে বোলিং করলেন জেমস অ্যান্ডারসন। পেস ঝড় তুলে ৬ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। 

তার সঙ্গে প্রতিপক্ষ ভারতের ব্যাটিং লাইন-আপে তোপ দাগিয়েছেন ক্রেইগ অভারটনও। পেস আক্রমণে তাদের সঙ্গী হন অলি রবিনসন ও স্যাম কারান। 

বিজ্ঞাপন

লিডসে ইংল্যান্ডের পেস আক্রমণের সামনে ভারতের ব্যাটিং লাইন-আপ যেন ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানে ধসে পড়েছেন অতিথি ব্যাটসম্যানরা। টেস্টে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। 

ব্যাটিং ধ্বংসস্তূপের মাঝে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র দুইজন। ব্যক্তিগত সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার রোহিত শর্মা। আর ১৮ রান যোগ করেন আজিঙ্কা রাহানে। বাকি ব্যাটাররা কেউ ৮ রানের বেশি তুলতে পারেননি। 

বিজ্ঞাপন

জবাবে ব্যাট হাতে নেমে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। প্রথম দিনের শেষ দিকে ব্যাটিং করে উদ্বোধনী জুটিতেই ৪২ ওভারে ১২০ রান তুলে ফেলেছে ইংলিশরা। কোনো উইকেট না হারিয়েই প্রথম দিন শেষে ৪২ রানের লিড নিয়ে ফেলেছে জো রুটের দল।

দুই ওপেনার ররি বার্নেস ও হামিদ হাসিব ফিফটি হাঁকিয়ে এখনো ক্রিজে টিকে আছেন। ৫২* সংগ্রহ করেছেন বার্নস। ৬০* রান তুলে সেঞ্চুরির পথে রয়েছেন হামিদ।

তার আগে হেডিংলিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত।