আজিজুল্লাহ আফগান ক্রিকেটের নতুন প্রধান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তালেবানদের সঙ্গে এসিবি’র বৈঠক

তালেবানদের সঙ্গে এসিবি’র বৈঠক

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। তার ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডেও (এসিবি) এলো পরিবর্তন। তালেবানদের সঙ্গে বৈঠকের পর দায়িত্ব পেয়েছেন বোর্ডের নতুন চেয়ারম্যান। 

ফারহান ইউসুফ জাই’র বদলে চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আজিজুল্লাহ ফাজিল। এসিবি’তে এর আগেও কাজ করেছেন তিনি। 

বিজ্ঞাপন

তালেবানরা আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির ক্রিকেটের এটাই প্রথম ও সবচেয়ে বড় পরিবর্তন। 

তার আগে সকল ধরনের শঙ্কা দূর করে মাঠের অনুশীলনে ফিরেছেন আফগান ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। 

বিজ্ঞাপন

সবকিছু ঠিকঠাক থাকলে ১-৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজ খেলবে আফগানিস্তান। দুদল খেলবে তিনটি ওয়ানডে।