নারী ক্রিকেট নিয়ে দেশের প্রথম বই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বইয়ের মোড়ক উন্মোচন অনুশীলনে অতিথিরা

বইয়ের মোড়ক উন্মোচন অনুশীলনে অতিথিরা

বাংলাদেশের ক্রিকেট ও পুরুষ ক্রিকেটারদের নিয়ে অনেকেই অনেক বই লিখেছেন। কিন্তু দেশের নারী ক্রিকেট ও নারী ক্রিকেটারদের নিয়ে এতদিন পর্যন্ত কোনো বই ছিল না। সেই অপূর্ণতা ঘুচল এবার। 

সাবেক ক্রিকেটার ও সংগঠক মনোয়ার আনিস খান মিনু নারী ক্রিকেটারদের পথচলা নিয়ে লিখেছেন ‘মেয়েরাও পারে’ শীর্ষক বই। 

বিজ্ঞাপন

আজ রোববার, ২২ আগস্ট দুপুরে ঢাকা ক্লাবে হয়ে গেল বইটির মোড়ক উন্মোচন। নারী ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশের এটাই প্রথম বই। 

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ আশরাফুল হক, সাবের হোসেন চৌধুরী, রকিবুল হাসান, রাফিয়া আক্তার ডলি, সৈয়দ শাহেদ রেজা, শাকিল কাসেম, ওমর খালিদ রুমি, নারী ক্রিকেট দলের প্রথম অধিনায়ক আইভী, নারী ক্রিকেট দলের সাবেক হেড কোচ নাজমুল আবেদীন ফাহিমসহ আরও অনেকে। 

বিজ্ঞাপন

বই নিয়ে লেখিকা মনোয়ার আনিস খান মিনু বলেন, ‘ক্রীড়াঙ্গনে নারীদের অবদান অনেক। ক্রিকেটে নারীদের আত্মত্যাগ রয়েছে অনেক। অনেক নারী ক্রিকেটে আসছে। আমার এই গ্রন্থে নারীদের সংগ্রাম ও ক্রিকেটের সাফল্যগুলো রয়েছে। এই গ্রন্থ আশা করি নারী ক্রিকেট উন্নয়নে ও নারীদের ক্রিকেটে আগ্রহ বাড়াতে সক্ষম হবে।’