অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে বাংলাদেশ সফরের ৯ ক্রিকেটার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

বাংলাদেশ থেকে নাস্তানাবুদ হয়ে ফিরেছে অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে বাজেভাবে সিরিজ হারলেও সেই দল থেকে ৯ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছে অজিদের বিশ্বকাপ দলে। 

এই নয় জনের মধ্যে মূল দলে ডাক পেয়েছেন সাত জন। বাকি দুই ক্রিকেটার রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে।

বিজ্ঞাপন

ভালো খেলা মিচেল মার্শ ও ম্যাথু ওয়েডের সঙ্গে বিশ্বকাপ দলে ঢুকেছেন অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড ও মিচেল সোয়েপসন। স্ট্যান্ডবাই হিসেবে আছেন নাথান অ্যালিস ও ড্যান ক্রিশ্চিয়ান। 

নতুন মুখ হিসেবে রয়েছেন ভাইটালিটি ব্লাস্টে দুর্দান্ত খেলা টপ-অর্ডার ব্যাটসম্যান জশুয়া প্যাট্রিক ইংলিশ। বাংলাদেশ সফরে না আসলেও স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরাও অবশ্য অন্তর্ভুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। চোট কাটিয়ে ফিরেছেন ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। 

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন ও জশ ইংলিশ। 

অতিরিক্ত: ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।