তালেবানে অনিশ্চিত নিউজিল্যান্ডের পাকিস্তান সফর

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তান-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ

পাকিস্তান-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ থেকে সোজা পাকিস্তানে উড়ে যাওয়ার কথা নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ করে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখল করায় পরিস্থিতি পাল্টে গেছে।

তালেবানদের ভয়েই এখন পাকিস্তানে যেতে চায় না নিউজিল্যান্ড। পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে কিউইদের। তবে সিরিজটির ভবিষ্যৎ এখন অজানা শঙ্কার কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। 

বিজ্ঞাপন

দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের জন্য আগামী সপ্তাহে পাকিস্তানে যাওয়ার কথা নিরাপত্তা পর্যবেক্ষক রেগ ডিকেসনের। পাকিস্তান থেকে দেশে ফেরার পর তার দেওয়া প্রতিবেদনের ওপরই নির্ভর করবে সিরিজটির ভাগ্য।

পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (এনজেডসিপিএ) প্রধান হিথ মিলস বলেন, ‘সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু আফগানিস্তানে গেল কয়েকদিনে যা কিছু হয়েছে। সেটা খুবই দুঃখজনক। এখন ক্রিকেটাররাসহ অনেকেরই প্রশ্ন, পাকিস্তানের নিরাপত্তাব্যবস্থা কেমন থাকবে। আর এটা একদম স্বাভাবিক।’

বিজ্ঞাপন