আফগান ক্রিকেটের উন্নয়ন চায় তালেবানরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আফগান ক্রিকেটাররা

আফগান ক্রিকেটাররা

তালেবানরা আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলে নেওয়ায় দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল গণমাধ্যামের আকাশে। ক্রিকেট খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা। তবে সে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছে তালেবানরা। তালেবান মুখপাত্র সুহাইল শাহীন অভয় দিয়ে জানিয়েছেন, ক্রিকেটপ্রেমী তালেবানরা দেশের ক্রিকেটের উন্নয়ন চায়, ধ্বংস নয়।  

সুহাইল শাহীন বলেন, ‘আফগান ক্রিকেট দলের খেলা চলবে তার নিজস্ব গতিতেই। অতীতের মতো এখনো আমরা ক্রিকেটের উন্নতি সাধনে কাজ করব। আমরা ক্ষমতায় থাকার সময়ই তো আফগানিস্তানে ক্রিকেটকে চিনিয়েছি!’

বিজ্ঞাপন

আফগানিস্তানের শাসন ক্ষমতায় পরিবর্তন এসেছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। তার ধারাবাহিকতায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডেও (এসিবি) আসছে পরিবর্তন। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন চেয়ারম্যান। 

ফারহান ইউসুফ জাই’র বদলে চেয়ারম্যানের দায়িত্ব কাঁধে তুলে নিতে যাচ্ছেন আজিজুল্লাহ ফাজিল। এসিবি’তে এর আগেও কাজ করেছেন তিনি। সিইও হিসেবে কাজ করছেন এখন ডক্টর হামিদ শিনওয়ারী।

বিজ্ঞাপন

সকল ধরনের শঙ্কা দূর করে খুব শ্রীঘ্রই মাঠে ফিরতে যাচ্ছেন আফগান ক্রিকেটার। পাকিস্তান সিরিজ সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বোর্ড। এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবপোর্টাল ক্রিকবাজ। 

সবকিছু ঠিকঠাক থাকলে ১-৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার হাম্বানটোটায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। দুদল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।