জিম্বাবুয়েতে সাকিব-তামিমদের ভিন্ন আমেজের ঈদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঈদের দিন একই ফ্রেমে টাইগার ক্রিকেটাররা

ঈদের দিন একই ফ্রেমে টাইগার ক্রিকেটাররা

জাতীয় দলের ক্রিকেটাররা ঈদ উল আযহা পালন করলেন ভিন্ন আমেজে। দেশের সীমানার বাইরে। সুদূর জিম্বাবুয়েতে। একমাত্র টেস্ট জয়ের স্মৃতি সঙ্গী করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। সেজন্য লাল-সবুজের প্রতিনিধিদের ঈদের আনন্দটা পেয়ে ভিন্ন মাত্রা।

সফরের টিম লিডার বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম জানান, ‘সকালে টিম হোটেলের গার্ডেনে দলের সবাই মিলে ঈদের নামাজ পড়েছি। বাড়তি কিছু করার সুযোগ নেই, বাইরেও যাওয়া যাবে না। সবাইকে বায়ো-বাবলে থাকতে হবে। একটু পর কোভিড টেস্ট আছে, এই নিয়ে সফরে ছয়বার কোভিড টেস্ট হচ্ছে। এরপর ঐচ্ছিক অনুশীলন আছে দলের।’

বিজ্ঞাপন

সুরক্ষা বলয়ে থেকে বাংলাদেশের দামাল ছেলেরা ঈদের খুশি ভাগাভাগি করছেন সবার সঙ্গে। তবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুক পেজে লিখেছেন, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।’

বিজ্ঞাপন

ঈদের শুভেচ্ছা জানান তৃতীয় ও শেষ ওয়ানডের সেরা ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুকে তিনি লিখেন, ‘দেশের বাইরে দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদ পালন করছি। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। পরিবারের সাথে আনন্দময় ঈদ উদযাপন করুন ও স্বাস্থ্য সুরক্ষায় সর্তক থাকুন।’

ফেসবুক পেজে মুশফিকুর রহিম ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তা বিধি মেনে চলুন। চলুন দুঃস্থদের প্রতি সহায় হই ও তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।’

বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক ফেসবুকে ঈদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ঈদ মুবারক। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন।’

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও তাসকিন আহমেদরাও।