তামিমের পর ফিরলেন মাহমুদউল্লাহ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

ব্যাটিং ঝলক দেখালেন তামিম ইকবাল। পেলেন দাপুটে এক সেঞ্চুরির দেখা। ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম শতক হাঁকিয়ে সাজঘরে ফিরলেন তারকা এ ওপেনার। তার আগে তামিম খেলেন ১১২ চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস।

তামিমের পর ক্রিজ থেকে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তারকা এ অলরাউন্ডার আউট হয়েছেন শূন্য রানে।

বিজ্ঞাপন

দাপুটে ব্যাটিংয়ের আভাস দিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। কিন্তু খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। বিশ্বসেরা এ অলরাউন্ডার ৩০ রান করে ফিরলেন ড্রেসিং রুমে।

ক্রিজ থেকে ফিরেছেন লিটন দাস। ৩২ রান করে ওয়েসলি মাধেবেরের বলে তাদিওয়ানাশে মারুমানির হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন এ টাইগার ওপেনার।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলেছে বাংলাদেশ। ২০* রান নিয়ে ক্রিজে আছেন এখন মোহাম্মদ মিঠুন। ১৪ রানে তাকে সঙ্গ দিচ্ছেন নুরুল হাসান সোহান।

ব্যাট হাতে শুরুতে দ্যুতি ছড়ালেন ওপেনার রেগিস চাকাভা (৮৪)। পরে দাপট দেখালেন সিকান্দার রাজা (৫৭) আর রায়ান বার্ল (৫৯)। দুজনেই পেলেন দুরন্ত ফিফটির দেখা। ত্রয়ীর ব্যাটিং দৃঢ়তায় সবকটি উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ২৯৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে জিম্বাবুয়ে।

স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে টাইগারদের দরকার ২৯৯ রান।