টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি ক্যাপ্টেন তামিম ইকবালের। জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর টস জিতে বোলিং বেছে নিয়েছেন। তাই শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে টাইগাররা।
বাংলাদেশকে নেতৃত্ব দিতে দলে রয়েছেন তামিম ইকবাল। আছেন সাকিব আল হাসানও। তবে বাংলাদেশের একাদশে নেই নাঈম শেখ। গোড়ালির ইনজুরির কারণে আজ খেলছেন না পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে ইনিংস উদ্বোধন করতে তামিমের সঙ্গে মাঠে নামছেন লিটন দাস। গত মে’তে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে একাদশ থেকে বাদ পড়েছিলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অসুস্থ মা-বাবার পাশে থাকতে দেশে ফিরে এসেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বদলে একাদশে ঢুকেছেন লিটন।
জিম্বাবুয়ের একাদশে নেই সিকান্দার রাজা। তবে আফ্রিকান দলটির টাডিওয়ানাশে মারুমানি ও ডিওন মায়ার্সের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচ দিয়ে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেইলর, রায়ান বার্ল, রেজিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, টিমাইসেন মারুমা, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনাগারাভা ও ওয়েসলি মাধেভেরে।