আয়ারল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার প্রথম হার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সেঞ্চুরিয়ান অ্যান্ডি বালবির্নি

সেঞ্চুরিয়ান অ্যান্ডি বালবির্নি

সিরিজের প্রথম ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। তবে একদিনের দ্বিতীয় ম্যাচে এলো ফল। দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড।

ওয়ানডে ক্রিকেটে এই প্রথম প্রোটিয়াদের ধরাশায়ী করল আইরিশরা। সপ্তম লড়াইয়ে এলো কাঙ্ক্ষিত জয়। এ জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

ডাবলিনের মালাহাইডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা অ্যান্ডি বালবির্নির শতকে পাঁচ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। 

বালবির্নি খেলেন ১০২ রানের অসাধারণ ইনিংস। হ্যারি টেক্টর ৭৯ ও জর্জ ডকরেল ৪৫ রান যোগ করেন।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যান্ডিলে পিহেলুকওয়াও নেন দুই উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে জানেমান মালানের ফিফটি হাঁকানোর পরও দক্ষিণ আফ্রিকা ৪৮.৩ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায় সফরকারী প্রোটিয়ারা।

জানেমান মালান খেলেন ৮৪ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। এক রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করেন রসি ফন ডার ডুসেন (৪৯)।

আইরিশদের হয়ে দুটি করে উইকেট ফেলেন মার্ক আদাইর, জশ লিটল ও অ্যান্ডি ম্যাকব্রিন।