লিটনের শতক মিস, দিন শেষে বাংলাদেশ ২৯৪/৮

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন দাস

লিটন দাস

দুরন্ত ব্যাটিংয়ে শতকের আভাস দিয়ে যাচ্ছিলেন লিটন দাস। কিন্তু নাহ! শতক ধরা দিলো না। পাঁচ রানের জন্য জাদুকরী তিন অঙ্কের দেখা পেলেন না এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

১৩২ রানে ছয় উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপে গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন লিটন। ১৪৭ বলে ১৩ চারে ৯৫ রানের দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম দিন শেষে বাংলাদেশ ২৯৪ রান তুলতে হারিয়ে ফেলেছে ৮ উইকেট। আলোর স্বল্পতার কারণে কয়েক ওভার আগেই শেষ হয়ে যায় দিনের খেলা। লিটন বিদায় নিলেও অর্ধ-শতক করে ক্রিজে এখনো টিকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৪১ বলে ৫ বাউন্ডারিতে ৫৪* রান নিয়ে তারকা এ অলরাউন্ডার ব্যাটিং করে যাচ্ছেন। ১৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ।

তার আগে ব্যাট হাতে আলো ছড়ালেন কেবল মুমিনুল হক। ছিনিয়ে নিলেন দুরন্ত এক ফিফটি। ৯২ বলে ১৩ চারে খেললেন ৭০ রানের দাপুটে ক্রিকেটীয় ইনিংস। ক্যাপ্টেন মুমিনুলের সঙ্গে ওপেনার সাদমান ইসলাম দলীয় স্কোরে যোগ করেন ২৩ রান।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। দুটি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টর নিয়াউচি।

সংক্ষিপ্ত ইনিংস

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯৪/৮, ৮৩ ওভার (লিটন ৯৫, মুমিনুল ৭০, মাহমুদউল্লাহ ৫৪* (ব্যাটিং), সাদমান ২৩, তাসকিন ১৩* (ব্যাটিং), মুশফিক ১১, সাকিব ৩, শান্ত ২, সাইফ ০, মিরাজ ০; মুজারাবানি ৩/৪৮, তিরিপানো ৩/৩৬ ও নিয়াউচি ২/৬৯)।

#প্রথম দিন শেষে