বল হাতেও দ্যুতি ছড়ালেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সের পর বল হাতেও দ্যুতি ছড়ালেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ৭৪ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংসের পর বোলিংয়ে পেলেন ৩ উইকেট। ১২.৫ ওভার বল করে খরচ করেছেন ৩৪ রান।

বল হাতে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজও। ১৬ ওভারে ৬৪ রান দিয়ে এ তারকা স্পিনার পেয়েছেন ৩ উইকেট। শরিফুল ইসলাম নিয়েছেন দুই উইকেট।

বিজ্ঞাপন

সাকিব-মিরাজদের দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়ে সিলেক্ট ইলেভেন টিম প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২০২ রানে। ৫৮ রান করেন ক্যাপ্টেন টিমাইসেন মারুমা। তাকুদওয়ানাশে কাইতানো ৩২ ও ওয়েসলি মাধেভেরে ২৮ রান যোগ করেন দলীয় স্কোরে।

হারারের হাইফিল্ডে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাবে তার আগে সাকিব, নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসানের ফিফটিতে ২ উইকেটে ৩১৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ক্যাপ্টেন মুমিনুল হকের বাংলাদেশ। 

বিজ্ঞাপন

দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে টাইগাররা ২২ রান তুলতেই ম্যাচে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।