ব্যাট ভাঙায় মন খারাপ সাইফউদ্দিনের
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকায় মোহাম্মদ সাইফউদ্দিন জিম্বাবুয়ে সফরে যাবেন কয়েক দিন পর। তারকা এ অলরাউন্ডার এখন চালাচ্ছেন প্রস্তুতি।
কিন্তু অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বেজায় মন খারাপ হয়েছে তার। কুরিয়ার সার্ভিস এসে পরিবহনের অসতর্কতায় ভেঙে গেছে তার প্রিয় দুটি ব্যাট।
জিম্বাবুয়ে সফর সামনে রেখে ব্যাট দুটি সারাতে দিয়েছিলেন সাইফউদ্দিন। কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের মাধ্যমে ফেনী থেকে রাজশাহীতে পাঠিয়ে ছিলেন তিনি। কিন্তু ফেরত পেয়েছেন ভাঙা ব্যাট।
সাইফউদ্দিনের মন খারাপ হওয়ার বড় কারণ একটি ব্যাট ৪০ হাজার টাকায় কিনেছিলেন তিনি বিশ্ব সেরা সাকিব আল হাসানের কাছ থেকে।
অন্য ব্যাটটি পেয়েছেন স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে। দুটি ব্যাটের দাম ৭৫ হাজার টাকা।
ক্ষতি করলেও এসে পরিবহন কোনো দায় নিতে নারাজ। এমন অভিযোগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখছেন, 'জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে, ব্যাট রিপেয়ারিং করার জন্য দুইটা ব্যাট। কিন্তু রিপেয়ার এর পরিবর্তে ব্যাট এর অবস্থা। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।'