নিষিদ্ধ মেন্ডিস-ডিকভেলা-গুনাথিলাকা
জৈব-সুরক্ষা বলয় ভাঙায় কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলা সাময়িক নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাদের ইংল্যান্ড সফর শেষ। কাণ্ড ঘটিয়ে সিরিজ শেষ না করেই দেশে ফিরতে হচ্ছে লঙ্কান এ ত্রয়ী ক্রিকেটারকে।
এসএলসি সেক্রেটারি মহন ডি সিলভা খবরটি নিশ্চিত করে জানান, ‘জৈব-সুরক্ষা বলয় ভাঙায় শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলাকে নিষিদ্ধ করেছে। তাদেরকে তাৎক্ষণিক শ্রীলঙ্কায় ডেকে পাঠানো হয়েছে।'
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সুরক্ষা বলয়ের বাইরে চলে গেছেন মেন্ডিস ও ডিকভেলা। এরপরই তাদের বিরুদ্ধে জৈব-সুরক্ষা বলয় ভাঙার অভিযোগে তদন্তে নামে এসএলসি। ডারহামের সিটি সেন্টারে যাওয়ার কথা স্বীকার করেছেন মেন্ডিস, গুনাথিলাকা ও ডিকভেলা।
ভারতের বিপক্ষে হোম সিরিজেও থাকছেন না এই তিন ক্রিকেটার। পেতে যাচ্ছেন আরও বড় শাস্তি। খবরটি নিশ্চিত করে এসএলসি সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘আনুষ্ঠানিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। আমার ধারণা, ওদের সামনে ৬ থেকে ১৮ মাসের নিষেধাজ্ঞার শাস্তি অপেক্ষা করছে।'