আবাহনীর ঘরে হ্যাটট্রিক শিরোপা
অলিখিত ফাইনালে প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের হ্যাটট্রিক শিরোপা জিতে নিয়েছে আবাহনী লিমিটেড।
প্রাইম ব্যাংকের সমান ২২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া লড়াইয়ে নামে আবাহনী। ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় কোচ খালেদ মাহমুদ সুজনের দল।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের পুঁজি গড়ে আবাহনী। নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত চতুর্থ উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন। ৪৫ রান নিয়ে ফেরেন শান্ত। পরে সৈকত যোগ করেন ৪০ রান।
প্রাইম ব্যাংকের হয়ে ২২ রান দিয়ে ২ উইকেট শিকার করেন রুবেল হোসেন। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, রুবেল মিয়া ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।
জবাবে প্রাইম ব্যাংকের ইনিংস থামে ১৪২ রানে। ৩৪* রানে অপরাজিত থেকে যান কাপালি। রুবেল মিয়া ৪৩ বল খেলে এনে দেন ৪১ রান।
সাইফউদ্দিন একাই ৪ উইকেট শিকার করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। দুটি উইকেট নেন মেহেদী হাসান রানা।