টোকিও অলিম্পিকে সাঁতারু জুনাইনা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাঁতারু জুনাইনা আহমেদ

সাঁতারু জুনাইনা আহমেদ

রোমান সানা টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছেন আগেই। বাংলাদেশের এ তারকা আরচার বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তম আসরে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন নিজের দাপুটে পারফরম্যান্সের সুবাদে। সানার পর এবার টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছেন সাঁতারু জুনাইনা আহমেদ।

ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশের সাঁতারু জুনাইদা অবশ্য অলিম্পিকে যাবেন ওয়াইল্ড কার্ড নিয়ে। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি। সেই আসরে টাইমিংয়ের ওপর ভিত্তি করে ওয়াইল্ড কার্ড পেয়েছেন জুনাইনা।

বিজ্ঞাপন

জুনাইনার অলিম্পিক নিশ্চিতের খবরটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে ইন্টারন্যাশনাল সাঁতার ফেডারেশন (ফিনা)। এমন খবর দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

সাঁতারে আরও একটি ওয়াইল্ড কার্ড পাবে বাংলাদেশ। এই ওয়াইল্ড কার্ড সাঁতারু আরিফুল ইসলামেরই পাওয়ার কথা। তার সঙ্গে ওয়াইল্ড কার্ডটি ছিনিয়ে নেওয়ার দৌড়ে আছেন সাঁতারু জুয়েল।

বিজ্ঞাপন